মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

26

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে একটি আর্তমানবতার সেবামূলক প্রতিষ্ঠান। বহুবছর ধরে মানুষের জীবন যাপনের মান উন্নয়নে কাজ করছে এই ফাউন্ডেশন। এ ধারাবাহিকতাই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে আলহাজ মোস্তফা-হাকিম কলেজ, উত্তর কাট্টলি, আকবরশাহতে তৈরি করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার। আইসোলেশন সেন্টারে উদ্বোধন হয় গত ৮ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসনের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ মোহাম্মদ মনজুর আলম। উপস্থিত ছিলেন মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ শহিদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর নিসার উদ্দিন আহমেদ মনজু, মোহাম্মদ জসিম। এবং চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর নাজিম উদ্দিন, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। এ আইসোলেশন সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের এম্বুলেন্স , অক্সিজেন, ওষুধ ও খাবার প্রদান করা হবে। এ আইসোলেশন সেন্টারে সার্বক্ষণিক সেবার জন্য রয়েছে ৬ জন এম.বি.বি.এস ডাক্তার, ৬ জন নার্স ও ওয়ার্ডবয়। এবং ২ জন সুপার ভাইজার তত্ত্বাবধানে পরিচালিত হবে এ সেন্টার। ভবিষ্যতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এই আইসোলেশন সেন্টারটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যাই উন্নীত করা হবে। বিজ্ঞপ্তি