মোশাররফ করিম এবার ‘নাট্যকার’

50

পরিবারের সঙ্গে কানাডায় বিশ দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন অভিনেতা মোশয়াররফ করিম। ঢাকায় ফিরেই আবারও নাটকের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বুধবার থেকে মুরসালিন শুভর রচনা ও পরিচালনায় ‘গল্পওয়ালা’ নাটকের শুটিং শুরু করেছেন মোশাররফ।
নাটকটিরে তাকে দেখা যাবে একজন লেখকের চরিত্রে। যিনি একজন প্রতিশ্রæতিশীল চিত্রনাট্যকার-গল্পের মাঝে ডুব দিয়ে নতুন নতুন চরিত্রকে তুলে আনেন। সন্দেহের বাতিক নিয়ে গল্প লিখতে যেয়ে নিজের সংসারে বিভিন্ন অশান্তি থেকেই ‘গল্পওয়ালা’ নাটকের গল্প এগিয়ে যাবে।
মোশাররফ করিম বললেন, ‘অভিনয় আমার নিজের জায়গা। যেখানে যাই, যতদূরে যাই চরিত্র আমাকে টানে। এই কারণেই এসেই কাজ শুরু করেছি। বরাবরের মতো এবারও কিছু ভালো ভালো গল্পের চরিত্রে অভিনয় করার পরিকল্পনা করছি। আশা করছি ভক্তদের জন্য দারুণ কিছু নাটক উপহার দিতে পারব।’ ‘গল্পওয়ালা’ নাটকে আরও অভিনয়
করছেন পিয়া বিপাশা, শহীদুল্লাহ সবুজ,মুসাফির বাচ্চু, মাহমুদা আক্তার নিশা প্রমুখ। এই নাটকের শুটিং শেষ
করে আশরাফুজ্জামান পরিচালিত ধারাবাহিক ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ নাটকের
কাজ শুরু করবেন মোশাররফ
করিম।