মোবাশ্বিরা ফাউন্ডেশনের সভা

39

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মোবাশ্বিরা ফাউন্ডেশনের এক সভা গত ২৮ ফেব্রæয়ারী বিকেলে ২নং গেইটস্থ ক্যাফে আলী রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল-মামুন চৌধুরী। তিনি বলেন, ২০২০ সাল আমাদের জন্য অন্য বছর থেকে আলাদা। কারণ এই বছরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমরা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে, আমরা সবাইকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কোনো পুরস্কার দিয়ে পরিমাপ করা যাবে না। বরং বাঙালি জাতির অন্তরে তিনি যে আসন করে নিয়েছেন, তাই সর্বোচ্চ। তিনি মুজিববর্ষ উপলক্ষে ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেন। বক্তব্য রাখেন, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাহার, শাহিনুল আলম শাহিন, মাকসুদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আসাদ সর্দার, সালাউদ্দিন লেদু, মোহাম্মদ মানিক, কাজল প্রিয় বড়ুয়া, শহিদুল ইসলাম শহিদ, আনোয়ার হোসেন আনু, জুলহাস মিয়া, নুর মোহাম্মদ, আলাউদ্দিন, আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি