মোবাইল না দেয়ায় যুবককে ছিনতাইকারীর ছুরিকাঘাত

22

নিজস্ব প্রতিবেদক

নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় বাসায় ফেরার পথে মোহাম্মদ শরীফ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১১ টায় শেরশাহ এবং তারাগেটের মাঝামাঝি একটি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
আহত শরীফের বাসা টেকনিক্যালের মুজাফফরনগর এলাকায়।বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন শরীফ। শেরশাহ এবং তারাগেটের মাঝামাঝি একটি গার্মেন্টসের সামনে পৌঁছালে তাকে ঘিরে ধরে একটি ছিনতাই চক্র। পরে তার বুকে, পায়ে এলোপাতাড়ি আঘাত করে ওই অজ্ঞাত চক্রটি। তার স্ত্রী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
বায়েজিদ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কাজ শেষে মোজাফফরনগর এলাকার বাসায় যাচ্ছিলেন শরীফ। শেরশাহ তারাগেট এলাকার ডাব গার্মেন্টসের সামনে পৌঁছালে দুই যুবক তার মুঠোফোন কেড়ে নিতে চেষ্টা করে। দিতে না চাইলে তারা (দুই যুবক) শরীফকে বুক ও পায়ে একাধিক ছুরিকাঘাত করে। আহত শরীফকে চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।