মোবাইল কোর্ট পরিচালনা করেও মিলছে না প্রতিকার

31

কোভিট-১৯ করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী চন্দনাইশে সামাজিক দূরত্ব মানছে না সাধারণ মানুষ। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে প্রশাসন। অভিযানে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্র্থদন্ডের পাশাপাশি সড়কে ব্যারিকেট অপসারণ, চায়ের দোকান, খেলার মাঠে খেলা বন্ধ সহ নানা সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবুও প্রতিকার মিলছে না। চলতি মাসের শুরু থেকে সহকারি কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা প্রতিদিন কোথাও না কোথাও মোবাইল কোর্ট পরিচালনা করে হাজার হাজার টাকা জরিমানা করে যাচ্ছেন। এসময় যারা সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৫ টার পর দোকান খোলা রেখেছেন, দোকান মালিক, ভবঘুরে, বাইক চালক, যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণির মানুষকে জরিমানা করে যাচ্ছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেছেন, এসকল অভিযানে তাকে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। করোনা ভাইরাসের প্রর্দুভাব ঠেকাতে হলে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। সবাইকে মেনে চলতে হবে সরকারি নির্দেশনা। যদি না মানে তাহলে প্রশাসন আরোও বেশি কঠোর হবেন বলে তিনি জানান। অভিযান চলাকালে বসতঘরের বাইরে এসে দোকানে আড্ডারতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে দেখা যায় অনেককে।