মোপলেস’র বিজয়া পুনর্মিলনী

95

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে ১১ অক্টোবর কদমমোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি আশীষ সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বুদ্ধিজীবী এড. মনজুর মাহমুদ খান। উদ্বোধক ছিলেন বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাহিত্য পাঠ চক্রের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন মোপলেস এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। বিশেষ অতিথি ছিলেন অমর দত্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংগঠক সুনীল কৃষ্ণ দে চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার দাশ, কবি আসিফ ইকবাল, শিল্পী নারায়ণ দাশ, সংগঠক শিমুল দত্ত, সংগঠক এরশাদ, শিল্পী প্রণব দাশগুপ্ত, গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন রণজিত দে, শিক্ষক দুলাল বড়ুয়া, সবুজ চৌধুরী রকি, নিহার ভট্টাচার্য্য, এহছানুল করিম, রতন ঘোষ, নিলয় দে, মো: ছবির আহমদ, মো: তিতাস, শেখ মাহমুদুর রহমান, অনিল কান্তি দে, পপি ভৌমিক, ক্ষমা দাশ, প্রিয়াংকা মন্ডল, শুভ্রা দাশ, মিঠু দাশ, মুন্নী দাশ, পরিখা বনিক, মল্লিকা বৈষ্ণব ও মো: জাফর আলম প্রমুখ। প্রধান অতিথি এড. মনজুর মাহমুদ খান বলেন, শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও আজ তা জাতীয় উৎসবে পরিচিতি লাভ করেছে। এই উৎসবে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে থাকে। আবহমানকাল থেকে তারা অতি জাকজমকভাবে ৫দিনব্যাপী উৎসবে মেতে থাকে ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমীতে এসে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটে। প্রধান আলোচক বাবুল কান্তি দাশ বলেন, মোপলেস এর বিজয়া পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন একটি মহতী উদ্যোগ।বিজ্ঞপ্তি