‘মোদির লোক দেখানো কাজে অংশগ্রহণে ইচ্ছুক নই’

15

রাজ্যের ও বিশেষ মর্যাদা বাতিলের প্রায় তিন মাস পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেখানের অবস্থা দেখানোর জন্য ইউরোপীয় দেশগুলোর সাংসদদের বাছাই করা ২৭ সদস্যের দল নির্বাচন করে ভারত। তাদেরকে কেন্দ্রীয় সরকার কাশ্মীর ঘুরে দেখার অনুমতি দেয়।
তবে সাধারণ কাশ্মীরিদের সঙ্গে কথা বলা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাওয়ায় চার সদস্যের কাশ্মীরে যাওয়ার অনুমতি বাতিল করে মোদি সরকার। তাদের মধ্যে অন্যতম ইউরোপিয়ান পার্লামেন্টের সাংসদ ক্রিস ডেভিস। তার কাশ্মীর পরিদর্শন যাত্রা প্রত্যাহা করে ভারত সরকার। এরপরই ক্রিস জানান, তিনি ভারত সরকারের কাছে সামান্য একটি দাবি করেন যেন কাশ্মীরের স্থানীয় মানুষদের সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ করে দেওয়া হয় তাকে। এরপরই কোনো ব্যাখ্যা ছাড়াই তার আমন্ত্রণ প্রত্যাহার করে নেওয়া হয়। ক্রিস ডেভিস বলেন, ‘এ ঘটনার মাধ্যমে কাশ্মীরের বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমি মোদি সরকারের হয়ে এমন কোনো লোক দেখানো কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক নই যেখানে সত্যিকে আড়াল করা হবে। এটা একদমই স্পষ্ট হয়ে গেল যে কাশ্মীরের গণতান্ত্রিক পরিস্থিতি স্বাভাবিক নেই এবং গোট দুনিয়ার উচিৎ এই বিষয় মনোনিবেশ করা।’