মৈনাক নদী পেরিয়ে

8

 

এমন অনেক দিন হেঁটেছি
নগরের অরণ্য পথে
মহাফলকে দেখা তোমার পায়ের চিহ্ন
আমাকে এখনো হিমস্বরে কাঁদায়

মৈনাক নদী পেরিয়ে
ছুটে চলি তোমার কাছে
এখনো কৃষ্ণ দুপুর বিলাসিতার
ঢেউয়ে জ্বলে ওঠে দূরের মাঠে
ক্ষত বাতাসে রোগ জমে
ছোপ ছোপ করে ঝরে পড়ে
পোড়া দেহ