মে দিবসের আলোচনাসভা

8

মহানগর শ্রমিক লীগ :
চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘মালিক শ্রমিক নির্বিশেষ, মুজিব বর্ষে গড়বো দেশ’ প্রতিপাদ্যে শিরোনামে এক আলোচনা সভা গত ১ মে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভাস্কর ডি. কে. দাশ মামুন। প্রধান বক্তা নগর জাতীয় শ্রমিক লীগ নেতা ও পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব। আরো বক্তব্য রাখেন কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, চউক কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সাবেক সহ-সভাপতি আশীষ চৌধুরী, চট্টগ্রাম কর্ণফুলী ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, মহানগর জাতীয় শ্রমিক লীগের পরিবহণ সেক্টরের নেতা আব্দুল মালেক প্রমুখ।
জাতীয় স্বাধীনতা পার্টি চট্টগ্রাম বিভাগ :
জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি স্বাস্থ্যবিধি মেনে গত ১ মে নগরীর পাথরঘাটাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। জেএসপি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ গুহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন জেএসপি কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন ডা. বিধান মিত্র, জেএসপি মহানগরীর সাধারণ সম্পাদক সজল মজুমদার, হিন্দু মহাজোট চট্টগ্রামের সভাপতি অ্যাড. যীশু কৃষ্ণ রক্ষিত। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, চট্টগ্রাম মহানগরীর সভাপতি সুজিত সরকার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কৃষ্ণ ধর, জেএসপি চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।