মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে তালেবান

15

 

 

জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বলেন, তালেবানের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, খুব শিগগিরই মেয়েরা মাধ্যমিক স্কুলে যাওয়ার অনুমতি পাবে। সব আফগান মেয়েরাই পড়ালেখার সুযোগ পাবে বলে তালেবানের পক্ষ থেকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের উপপ্রধান ওমর আবদিকে জানানো হয়েছে। ১৬ অক্টোবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত সপ্তাহে কাবুল ভ্রমণ করেছেন ইউনিসেফের উপপ্রধান ওমর আবদি। জাতিসংঘের সদর দপ্তরে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে পাঁচটিতে এরই মধ্যে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সব মেয়েরা যেন স্কুলে যেতে পারে সেজন্য একটি কাঠামো তৈরির কাজ করছে তালেবান সরকার। যা আগামী দুই এক মাসের মধ্যেই ঘোষণা দেওয়া হতে পারে। ওমর আবদিকে এ কথা জানিয়েছেন তালেবান সরকারের শিক্ষামন্ত্রী। তালেবানের সঙ্গে আলোচনার সময় আবদি মেয়েদের পুনরায় বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করছেন।