‘মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের পদক্ষেপ অত্যন্ত হতাশাজনক’

0

 

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের গৃহীত পদক্ষেপকে ‘অত্যন্ত হতাশাজনক’ এবং ‘একধাপ পিছিয়েছে’ বলে জানিয়েছে কাতার। কীভাবে একটি ইসলামি ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে হয় তালেবান নেতাদের তা দোহাকে দেখে শেখার অনুরোধ জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আফগানিস্তান প্রসঙ্গ তুলে ধরেন তারা। শেখ মোহাম্মদ বলেন, আফগানিস্তানে সম্প্রতি নারী ও মেয়েদের বিষয়ে তালেবান যে পদক্ষেপ নিয়েছে তা খুবই হতাশাজনক। এ ধরনের পদক্ষেপ আফগানিস্তানকে আরও পেছনের দিকে ঠেলে দিচ্ছে।