মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বাংলাদেশে

27

২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। দুবাইয়ে সদ্যসমাপ্ত আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মেয়েদের ক্রিকেটকে জনপ্রিয় করতে বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি মেয়েদের ক্রিকেটে প্রাইজমানিও অনেক বাড়িয়েছে আইসিসি। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়ে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য দারুণ সুযোগ। এমন সুযোগ দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে আইসিসি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমরা সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি, এই টুর্নামেন্টকে সামনে রেখে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’