মেয়র ১, কাউন্সিলর ২৫ ও সংরক্ষিত ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

11

রামগড় প্রতিনিধি

রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী রফিকুল আলম কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে মেয়র পদে রফিকুল আলম কামাল বিনাপ্রতিন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫ প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরমধ্যে তথ্য গোপনের দায়ে ৫ নং ওয়ার্ড থেকে নাজিম উদ্দিন ও ৯নং ওয়ার্ড থেকে মামলা জটিলতার দায়ে সালাউদ্দিন সুলতানের মনোনয়পত্র বাতিল করা হয়। গত ১১ অক্টোবর রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উন্মুক্তভাবে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রামগড় পৌরসভা নির্বাচন ২০২১ রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান মেয়রসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধঘোষণা করেন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, ওসি (তদন্ত) রাজীব চন্দ্র কর, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী রির্টানিং অফিসার দেবাশীষ দাস জানান, গত ১০ অক্টোবর শেষদিন পর্যন্ত মেয়র পদে ১ জন প্রার্থী ছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৭ জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাচাই, আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৮ অক্টোবর প্রতীক বরাদ্ধ এবং আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে।