মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মীরসরাই স্পোর্টিং ক্লাব

70

মাদারবাড়ি শোভনীয়া ক্লাব আয়োজিত কে.এম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় আলহাজ আ জ ম নাছির উদ্দীন মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে মীরসরাই স্পোর্টিং ক্লাব। গতকাল কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আবদুল হাই স্মৃতি ক্রীড়া চক্রকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে মীরসরাই স্পোটিং ক্লাব।
খেলা শুরুর দুই ঘন্টা আগে শিশু, কিশোর, মহিলা, বৃদ্ধদের উপস্থিতিতে বিপুল দর্শক সমাগম হয়। মাঠ-ঘাট ছাড়িয়ে গাছ এবং বাড়ির ছাদে তাদের স্থান নিতে হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী মো: মোশাররফ হোসেন লিটনের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন স্পন্সর কে.এম এজেন্সীর অপারেশন ম্যানেজার মো: খোরশেদ আলম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, ফুটবল সম্পাদক মো: ইউসুফ, বরতাকিয়া গ্রæপের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ এলিট, ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মো: সোলেমান, আবদুল আজিজ, ইসতিয়াক মুন্না, দৈনিক পূর্বকোণের ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়–য়া দেবু, সুপ্রভাত বাংলাদেশ এর ক্রীড়া সাংবাদিক এ.জেড হায়দার, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লুলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো: শাহীন সরওয়ার, আতাউল্লাহ চৌধুরী, মো: আলমগীর, সাইফুল আলম লিমন, রাশেদ খান, সালাউদ্দিন জাহেদ, নাহিদ মুরাদ মুন্না, মো: মহসিন সাজু, মহসীন আলী বাদশা, ফুটবল সম্পাদক ইয়াসির আরাফাত, আলাউদ্দিন ভূঁইয়া, ওয়াসিম হাসান, ইসমাইল রাজু, তারেক হাসান টুটুল, নুর জাহেদ বাবলু, মো: ফয়সাল, মো: আলাউদ্দিন, ওয়াহিদুল আলম অভি, সাইমুন আহমদ সাহেদ, মো: মারুফ, জসি, মিঠু, আবু সাঈদ, আরমান হোসেন ইমন, মো: ইমন, আনিসুল হক ইমন, মো: নেজাম উদ্দিন, মো: রুবেল, মো: তপু, আজাদ, নয়ন, রাজু প্রমুখ।
চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ এক লক্ষ টাকা, রানারআপকে ট্রফিসহ নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। ৯ জন নিয়মিত দর্শক, সেরা জার্সি হাটহাজারী স্পোটর্স ক্লাব, সুশৃঙ্খল দল শিকলবাহা স্পোর্টস ক্লাব, সেরা কোচ মহসিন সাজু ফুটবল ক্লাব, ফাইনাল খেলার ম্যান অফ দা ম্যাচ মীরসরাই স্পোটিং ক্লাবের মো: রুম্মন, সেরা গোলদাতা মো: ছোটন, সেরা গোলকিপার মো: নুর উদ্দিন, সেমি ফাইনালিস্ট নির্বাণ এবং বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতার জন্য রেফারি সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাশ, সবচেয়ে প্রবীণ খেলোয়াড় মহসিন আলী বাদশা, কিশোর খেলোয়াড় মো: ইমন এবং প্রতিবন্ধী খেলোয়াড় মো: রাসেল, অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভবিষ্যতে এই টুর্নামেন্ট এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।