মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল খেলা পরিচালনা কমিটি গঠন ও সভা

164

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডকে নিয়ে সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রবৃন্দ, ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সিজেকেএস এর সহ-সভাপতি মো. হাফিজুর রহমানকে আহবায়ক, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদুকে সদস্য সচিব করে একটি শক্তিশালী খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়।
গত ২৫ আগস্ট সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স হলে চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন খান, হাসান মুরাদ বিপ্লব, হারুন উর রশিদ, এইচ এম সোহেল প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন সাব কমিটি গঠন ও খেলোয়াড় রেজিস্ট্রেশনের সূচি ঘোষণা করা হয়।
আগামী ২ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন ফরম বিতরণ এবং খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ফরম জমা ও রেজিস্ট্রেশনের শেষ সময় ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক খেলোয়াড়ের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙ্গিন ছবি এবং প্রত্যেক দলকে ২০ জন স্থানীয় খেলোয়াড় একসাথে রেজিস্ট্রেশন করাতে হবে। বহিরাগত খেলোয়াড়কে নিজ নিজ খেলার ৩ ঘণ্টা আগে রেজিস্ট্রেশন করানো যাবে। রেজিস্ট্রেশনের দিন নিজস্ব ওয়ার্ডের ৫ ী ৩ ফুট আকারের পতাকা অবশ্যই জমা দিতে হবে।
খেলোয়াড়দের বাছাই কার্যক্রম:
প্রথম দিন, ৪ সেপ্টেম্বর, সকাল ১১টা-দুপুর ২টা: ১-৫ ওয়ার্ড, বিকাল ৩ টা-সন্ধ্যা ৬টা, ৬-১০নং ওয়ার্ড, ২য় দিন, ৫ সেপ্টেম্বর, সকাল ১১টা-দুপুর ২টা:১১নং-১৫ ওয়ার্ড, বিকাল ৩ টা-সন্ধ্যা ৬টা, ১৬-২০নং ওয়ার্ড, ৩য় দিন, ৬ সেপ্টেম্বর, সকাল ১১টা-দুপুর ২টা:২১নং-২৫ ওয়ার্ড, বিকাল ৩ টা-সন্ধ্যা ৬টা, ২৬-৩০নং ওয়ার্ড, ৪র্থ দিন, ৭ সেপ্টেম্বর, সকাল ১১টা-দুপুর ২টা:৩১নং-৩৫ ওয়ার্ড, বিকাল ৩ টা-সন্ধ্যা ৭টা, ৩৬-৪১নং ওয়ার্ড
আগামী ১৪ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৪ টায় সিজেকেএস কনভেনশন হল এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকল দলের অংশগ্রহণে সু-সজ্জিত ব্যান্ডদলসহ ট্রাক র‌্যালি অনুষ্ঠিত হবে। আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায়, এমএ আজিজ স্টেডিয়াম সম্মুখ হতে আরম্ভ হয়ে বিভিন্ন রোড প্রদক্ষিণ করে এমএ আজিজ স্টেডিয়ামে এসে র‌্যালি সমাপ্ত হবে। টুর্নামেন্টের উদ্বোধন হবে ১৭ সেপ্টেম্বর, বিকাল সাড়ে ৩টায়।
গঠিত বিভিন্ন সাব কমিটি: খেলোয়াড় বাছাই কমিটি: আহবায়ক- এসএম শহীদুল ইসলাম, সদস্য সচিব- শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, ডিসিপ্লিনারী এ্যাকশন কমিটি: আহবায়ক- আলহাজ¦ সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সদস্য সচিব- হাসান মুরাদ বিপ্লব, আইন শৃঙ্খলা ও গেইট কমিটি: আহবায়ক- নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সদস্য সচিব- এইচএম সোহেল, প্রচার ও র‌্যালী কমিটি: আহবায়ক- অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সদস্য সচিব- আ ন ম ওয়াহিদ দুলাল, অভ্যর্থনা উদ্বোধনী ও সমাপনী: আহবায়ক- আমিনুল ইসলাম, সদস্য সচিব- মোহাম্মদ গিয়াস উদ্দিন।