মেয়রের বাণী

184

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ পত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার কথা জেনে আমি আনন্দিত। সার্বজনীন শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। উক্ত ধর্মীয় উৎসব উপলক্ষে সকল সনাতনী ভাই-বোনদের জানাই শুভ শারদীয় শুভেচ্ছা।
সনাতনী সম্প্রদায়ের এই প্রধান উৎসবের মূল মর্মবাণী হলো ‘অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মাথা নত না করা’। সমাজের সকল গøানি মুছে যাক, দুরীভূত হোক সকল অন্যায় ও অবিচার, জঙ্গি, সন্ত্রাস, মৌলবাদ ও ধর্মান্ধ অপশক্তি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, সকলের সমন্বিত সহযোগিতায় অচিরেই আমাদের প্রিয় চট্টগ্রাম শহর হয়ে উঠবে ক্লিন ও গ্রীন, বিশ্বমানের বসবাসযোগ্য এবং বাণিজ্যোপযোগী অনুপম সুন্দর নগরী-এই বিশ্বাস ও প্রত্যাশা করি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের বিরাজমান সম্প্রীতি আবহমান বাংলার গৌরবময় ঐতিহ্য। এ ঐতিহ্যকে সকলের সমন্বিত প্রচেষ্টায় কাজে লাগিয়ে জাতীয় ঐক্য, শহরের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে সু-সংহত করতে হবে।
শারদীয় দুর্গাপূজা উদ্্যাপন সফল সার্থক ও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। সকলের জীবন কল্যাণময় ও আনন্দময় হোক।

(আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন)
মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম