মেহেদী ঝড়ে রংপুরের ৫ম জয়

4

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে বিপিএলে মেহেদী হাসানের ঝলক নতুন কিছু নয়। তবে এবারের আসরে সেই ব্যাটার মেহেদীর দেখাই মিলছিল না। উপরে ব্যাটিং করেও নিজের জাত চেনাতে পারছিলেন না। অবশেষে হাসল তার ব্যাট। তাতে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে আসরে পঞ্চম জয় তুলে নিল রংপুর রাইডার্স। ৪৩ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন মেহেদী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নাঈমকে (০) হারায়। তবে ঢাকাকে চড়াও হতে দেননি মেহেদী। দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন তিনি। ২৮ বলে ৫ চারে ২৯ রান করে ফেরেন রনি। এরপর শোয়েব মালিক (৬) ও নুরুল হাসান সোহানও (৬) ফিরে যান দ্রæত। একপ্রান্তে রানের চাকা সচল রাখেন মেহেদী। তাই জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরের। মেহেদী যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলেন জয় থেকে তখন ২২ রান দূরে সোহানের দল। যা এক ওভার হাতে রেখেই নিশ্চিত করেন মোহাম্মদ নওয়াজ (১৭*) ও আজমতউল্লাহ ওমরজাই (১২*)। ঢাকার হয়ে দুটি উইকেট নেন সালমান ইরশাদ। একটি করে শিকার আমির হামজা, আল-আমিন হোসেন ও সৌম্য সরকারের। এর আগে রংপুর টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ তারা ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। ৫৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার আফগান উসমান ঘানি। রংপুরের হয়ে ওমরজাই দুটি এবং মেহেদী ও রাকিবুল নেন একটি করে উইকেট। এই জয়ের পর ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রংপুর।