মেসি-দেম্বেলের গোলে বার্সার জয়

29

গোল করেই চলেছেন লিওনেল মেসি। সঙ্গে জালের দেখা পেয়েছেন উসমান দেম্বেলে। তাতে সেল্তা দে ভিগোকে হারিয়েছে বার্সেলোনা।
কাম্প ন্যুয়ে শনিবার স্থানীয় সময় বিকালে লা লিগায় ২-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের মুখ থেকে মেসির নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান দেম্বেলে। চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের এটা সপ্তম গোল।
৪৫তম মিনিটে আর মেসিকে রুখতে পারেননি গোলরক্ষক। জর্দি আলবার পাস পেয়ে ডি-বক্সে ঢুকেই নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন গত সপ্তাহে লেভান্তের জালে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন ফরোয়ার্ড।
লিগে এই নিয়ে শেষ তিন ম্যাচে ছয় গোল করলেন মেসি। আসরে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা অধিনায়কের গোল হলো ১৫টি।
৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেস। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের স্ট্রাইকার। খানিক পর নেলসন সেমেদোর ক্রস গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বলে টোকা দিতে ছুটে যান মেসি, কিন্তু ঠিকমতো পা লাগাতে না পারায় ব্যবধান আর বাড়েনি।
১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৩৭। অন্য ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৯।