মেসির হ্যাটট্রিকে শীর্ষে ফিরল বার্সেলোনা

9

ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর আগে নিজের ষষ্ঠ ব্যালন ডি’অর তুলে ধরেছিলেন লিওনেল মেসি। মায়োর্কার বিপক্ষে বার্সেলোনা অধিনায়ক বর্ষসেরার পুরস্কার জয়ের উদযাপনটা করলেন দারুণভাবেই। আর্জেন্টাইন তারকার দারুণ এক হ্যাটট্রিকে মায়োর্কাকে ৫-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা।
ম্যাচ শুরুর আগে মেসির তিন ছেলে নিয়ে এসেছিল সদ্য জেতা তার ব্যালন ডি’অর ট্রফি। ছেলেদের নিয়ে সেই ট্রফি উঁচিয়ে ধরেন মেসি। এরপর ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করে বার্সেলোনা ফরোয়ার্ড গড়লেন রেকর্ড। ক্রিস্টিয়ানো রোনালদোকে (৩৪) পেছনে ফেলে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন আর্জেন্টাইন তারকা (৩৫)।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।