মেসির সব ছবি মুছে ফেলছে বার্সা

8

 

সদ্য সাবেক হওয়া অধিনায়কের ছবি সরিয়ে ফেলার এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই ২০০৪-২০০৫ মৌসুমে যখন থেকে মেসি বার্সার পোস্টার বয় হয়ে উঠেছেন, তখন থেকেই ক্লাবটির সব প্রচার-প্রচারণার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। বার্সার যত পোস্টার, দেয়াল অঙ্কন- সব কিছুরই মধ্যমণি ছিলেন মেসি। প্রতিবছরই মেসির সঙ্গে নতুন নতুন তারকাদের যোগ করে নতুন পোস্টার তৈরি করা হতো। নতুন দেয়াল অঙ্কন করা হতো। ন্যু-ক্যাম্পের প্রবেশ পথের দেয়ালের ওপর যে পোস্টার আাঁটা ছিল, সেখানেও শোভা পাচ্ছিলো মেসির ছবি। যেখানে মেসির পাশে ছিলেন জেরার্ড পিকে, আন্তোনিও গ্রিজম্যান এবং গোলরক্ষক টের স্টেগান প্রমুখ ফুটবলার। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের পিএসজিতে যোগ দেয়ার খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ন্যু ক্যাম্পের সামনে পোস্টারের মাঝ বরাবর মেসির ছবিটা ছিড়ে ফেলা হয়। মুছে দেয়া হয় অন্য যায়গায় মেসির যতি ছবি আছে- সবগুলোই। ন্যু ক্যাম্পের বাহিরের দেয়াল, ভেতরের গ্যালারিসহ যত জায়গায় মেসির ছবি লাগানো ছিল, সব জায়গা থেকে নামিয়ে আনা হয়েছে মেসির ছবি।