মেসির জাতীয় দলে ফেরা নিয়ে আশাবাদী আর্জেন্টিনা কোচ

56

চলতি বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকার আগেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন বলে আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
গত বছর রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি মেসি। আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন বার্সেলোনা তারকা।
কোপা আমেরিকার আগে আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ দুই বারই ফাইনালে হারতে হয়েছে তাদের। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই পেনাল্টি শুট আউটে জয় পায় চিলি।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ফেরাতে সঠিক সময়ে আলোচনায় বসবেন বলে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের জানান স্কালোনি।
“মার্চে ভেনেজুয়েলা ম্যাচের জন্য দল ঘোষণার আগে আমরা লিওর সঙ্গে কথা বলব। সঠিক সময় এলেই আমরা কথা বলব।”
“আমি আশা করি, সে এখানে থাকতে পারে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, আমরা তাকে সুখী দেখতে চাই।”
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ তিতেও চাইছেন কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে থাকুন মেসি।
“আমি চাই মেসি ও সব সেরা খেলোয়াড়রাই ব্রাজিলে আসুক।”