মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

21

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের শুরুটা সুখকর হলো হলো না আর্জেন্টিনা ফুটবল দলের। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে দলীয় সুপারস্টার লিওনেল মেসি গোলের দেখা পেলেও জয়ের দেখা পেল না ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশারী এই দলটি। চিলির বিপক্ষে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোল ব্যবধানে। চিলির বিপক্ষে ম্যাচের শুরুতে এলোমেলো ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে নিজেদের গুছিয়ে নিয়েছে ধীরে ধীরে। প্রথমার্ধের ৩১তম মিনিটে লো সেলসোকে করা ফাউলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে নেওয়া মেসির সেই ফ্রি কিক আটকানোর সাধ্য ছিল না ক্লদিও ব্রাভোর। চিলি ৫৭তম মিনিটে সমতায় ফেরে। আর্তুরো ভিদালকে ডি-বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইন্টার মিলানের এই মিডফিল্ডারের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে বল ক্রসবারে লেগে ফেরার পর হেডে জালে পাঠান ভার্গাস। ফলে ১-১ গোল ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।