মেসিকে পেছনে ফেলে বছরের সর্বোচ্চ গোলদাতা লেভানডভস্কি

12

চলতি বছরে আর মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের। ছুটি কাটিয়ে আগামী মাসে নতুন উদ্যমে শুরু হবে ইউরোপের শীর্ষ লিগগুলোর শিরোপা লড়াইয়ের মিশন। তবে তার আগে চমৎকার এক অর্জন নিয়ে ২০১৯ সালকে বিদায় জানাতে যাচ্ছেন রবার্ট লেভানডভস্কি। বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা বছরের শীর্ষ গোলদাতা হয়ে নতুন বছরকে বরণ করে নেবেন। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বায়ার্ন ও পোল্যান্ডের জাতীয় দলের জার্সিতে ৫৮ ম্যাচে ৫৪ গোল করেছেন লেভা। বছরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। আর্জেন্টিনার বার্সেলোনা ফরোয়ার্ড ৫৮ ম্যাচে করেছেন ৫০ গোল। অবশ্য কোপা আমেরিকায় নিষেধাজ্ঞা পাওয়ার কারণে জাতীয় দলের হয়ে ৪টি ম্যাচ খেলতে পারেননি তিনি।
এ বছর লেভা শীর্ষে থাকলেও ২০০৯ সালে এডিন জেকো এবং ২০১৭ সালে হ্যারি কেন ছাড়া গত এক দশক শীর্ষ গোলদাতার আসনটি ভাগাভাগি করে অলঙ্কৃত করেছিলেন মেসি ও রোনালদো। লেভা ও মেসির পরে এ বছর সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে।