মেলবোর্নে সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে গেল জিম্বাবুয়ে

9

আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল ভারত। তবে এ ম্যাচ নির্ধারণ করে দিত, সেমিতে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছেন কারা। সেরকম একম্যাচে ভারত দাপুটে জয় পেয়েছে। রাহুলের ফিফটির পর সূর্যকুমারের ৬১ রানের ইনিংসের ভর করে জিম্বাবুয়েকে ভারত দিয়েছিল ১৮৭ রানের লক্ষ্য। অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে পরে তাদের আটকে দিয়েছে ১১৫ রানেই।
জিম্বাবুয়েকে সূর্যকুমারের ইনিংসটাই আসলে বলতে গেলে ছিটকেই দিয়েছিল ম্যাচ থেকে। তবু কোন অঘটন ঘটাতে পারে কি না, সে আশায় হয়তো ছিল জিম্বাবুয়েইনরা। কিন্ত সেই সম্ভাবনাটুকুও মুছে দেন আর্শদীপ-ভুবনেশ্বরেরা মিলে শুরুতেই। জিম্বাবুয়ে থামে ১১৫ রানেই।
এর আগে মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নামা ভারত রোহিত শর্মাকে (১৫) দ্রæত হারালেও পাওয়ার প্লেতে ৪৭ রান তোলে। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন লোকেশ রাহুল। তার সঙ্গে চলে সূর্যকুমার যাদবের তাÐব। এই দুই ব্যাটারের জোড়া ফিফটিতে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করেন রাহুল। তবে সূর্যকুমার দারুণ সব শট খেলে অপরাজিত ছিলেন ৬১ রানে।