মেরিডিয়ান বিজয় দিবস ক্রিকেট ফাইনালে বন্দর স্পোর্টস কমপ্লেক্স

36

মেরিডিয়ান বিজয় দিবস অনূর্ধ্ব ১৫ ক্রিকেট লিগের গতকালের প্রথম খেলায় বন্দর স্পোর্টস কমপ্লেক্স ৭ উইকেটে আবর্তন গোষ্ঠিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে মাত্র ৯৮ রান করে আবর্তন গোষ্ঠি। দলের পক্ষে নাজিম ৩০ ও মুন্তাসির ১৯ রান করেন। বন্দর স্পোর্টস কমপ্লেক্সের নোমান ও সাকিব যথাক্রমে ১৬ ও ১৯ রান দিয়ে ২ টি করে উইকেট নেন। জবাবে মাত্র ১৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বন্দর স্পোর্টস। এ জয়ের ফলে তারা ফাইনালে উঠে গেল। দলের পক্ষে আনান চোধুরী ৩৭ ও নোমান ১৬* রান করে অপরাজিত থাকেন। বন্দর স্পোর্টস কমপ্লেক্সের নোমান ম্যাচ সেরা নির্বাচিত হন, তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
দিনের অপর খেলায় চিটাগং ক্রিকেট অ্যাকাডেমি ২৮ রানে ইস্পাহানি ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ১৩৭ রান করে সিসিএ। দলের হয়ে আবু ফাহাদ বিজয় ৬১ রান করেন। ইস্পাহানি ক্রিকেট অ্যাকাডেমি জবাবে ২০ ওভারে ৪ ইউকেটে ১০৯ রান করতে সক্ষম হয়। দলের হয়ে রাহবার ১৯ ও আসিফ ৩০ রান করে অপরাজিত থাকেন। সিসিএ এর সুমন ২৩ রানে ২টি ও মুক্তার ৭ রানে ২টি উইকেট দখল করেন। চিটাগং ক্রিকেট অ্যাকাডেমির আবু ফাহাদ তার চমৎকার ব্যাটিং এর জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন সুলতান মাহমুদ খান শাহিন, কাউন্সিলর (ডি,এফ, এ)।