মেরাজ শরীফে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে সমাবেশ

80

পটিয়ায় ঈদে মেরাজ শরীফে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে সমাবেশ হয়েছে। আল্লাহতাআলা তার প্রিয়তম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রত্যক্ষ সাক্ষাত প্রদানের মাধ্যমে সৃষ্টির নিকট স্বয়ং আল্লাহতাআলার প্রথম প্রত্যক্ষ প্রকাশের অতুলনীয়। এ উপলক্ষ, সমগ্রসৃষ্টির জন্য অসীম করুণার উৎস, মহাগৌরবময় মহান ঈদে মেরাজ শরীফ উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা ও রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে উপজেলা প্রাঙ্গণে এক সমাবেশ গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন আল্লামা ইলিয়াছ শাহ। এ সময় উপস্থিত ছিলেন আল্লামা শেখ নাঈম উদ্দিন, আল্লামা মফিজুর রহমান, কামরুল আলম নকীব, মওলানা মোরশেদুল আলম খোরশেদ, মওলানা শরিফ সরওয়ার, নাফিজ মোবারক, আবদুল বারেক, লুৎতফুর রহমান লিটন, মাওলানা নজরুল ইসলাম, জামাল উদ্দিন, দুর রহিম,শাহ আলম,আবুল কালাম, নাফিজ নিজাম, কুতুব উদ্দিন কায়েস, আবদুল মালেক, ডা. সেলিম উদ্দিন, আবু কায়ছার, গোলাম সরওয়ার, মীর সুজন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ মহামিলন মানবজ্ঞানের অতীত অচিন্তনীয় এ প্রত্যক্ষ দর্শন সকল সৃষ্টি ও সমগ্র মানবমন্ডলী এবং বিশেষভাবে সকল মুমিনের জন্য অসীম রহমত, অবর্ণনীয় দান, অতুলনীয় গৌরব, অনন্ত খুশি ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়। তাঁরা বলেন, প্রাণাধিক প্রিয়নবীর এ প্রত্যক্ষ সাক্ষাত আমাদের সবারই পরোক্ষ সাক্ষাত এবং আমরা মুমিনগণ ও সমগ্র সৃষ্টি সবাই এ মহান মেরাজ শরীফে জড়িত এবং মহান মেরাজ শরীফের রহমত, বরকত ও আলোকধারায় যুক্ত।