মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

5

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেছেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। গত ৭ এপ্রিল উপজেলার চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। প্রধান আলোচক ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপ- পরিচালক সাইফুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম নাজিম উদ্দীন ও চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।