মেধস আশ্রমে চট্টগ্রাম পূজা পরিষদের মহালয়া উদ্যাপিত

80

অমরপক্ষ শেষে দেবীপক্ষের শুভ সূচনা শুভ মহালয়া। মাঙ্গলিক পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ১৭ সেপ্টেম্বর মহালয়া উদ্যাপন করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। শ্রী শ্রী চন্ডীর উদ্ভব তীর্থ বোয়ালখালীর কড়লডেঙ্গা পাহাড়স্থ মেধস আশ্রমে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠানমালা শুরু হয়। পুষ্পাঞ্জলি শেষে মহামায়া দেবী দূর্গার কাছে করোনা মহামারী থেকে মুক্তি জন্য বিশেষ প্রার্থনা করা হয়। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার অনুষ্ঠিতব্য শারদীয় দূর্গা পূজার শুভ উদ্বোধন করেন মেধস আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। মহালয়া পূজা ও সমাবেত প্রার্থনা পরিচালনা করেন পন্ডিত দীপায়ন সর্ববিদ্যা।
মহালয়া ভিত্তিক আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি শ্যামল কুমার পালিত। জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুপ রক্ষিত, বিশ্বজিৎ পালিত, সুগ্রীব মজুমদার দোলন, কল্লোল সেন, হরিপদ চৌধুরী(বাবুল),অধ্যাপক শিপুল দে, রিমন মুহুরী, নিউটন সরকার,সুনীল চন্দ্র ঘোষ, সুব্রত বিশ্বাস সিকিমি, অজিত বিশ্বাস, পিংকু কর, অপু কুমার বৈদ্য, বিধান মোহরের, মৃনাল দাশ, মুকুল সেন, উজ্জল দে, নীলকান্ত দাশ বিষু প্রমুখ। বিজ্ঞপ্তি