মেট্রোপোল স্কলারশীপ বিতরণ

75

নগরীর নূর আহমদ রোডস্থ মেট্রোপোল চেম্বার মিলনায়তনে স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন কামরুন মালেক বলেন, মেট্রোপোল স্কলারশিপ প্রবর্তনের মাধ্যমে এস.এম. আব্দুল লতিফ সাহেব সমাজ সেবার যে অনন্য অবদান রেখে যাচ্ছেন তা আজ বিত্তবানদের জন্যে এক অনন্য দৃষ্টান্ত। যারা সৃষ্টির সেবা করেন প্রকৃতপক্ষে তারাই সুখী জীবনের অধিকারী হন উল্লেখ করে আব্দুল লতিফ তদ্রæপ সুখী মানুষের প্রতিচ্ছবি। তিনি কোমলমতি ছাত্রদেরকে লতিফ সাহেবের জীবন অনুশীলনের আবেদন জানিয়ে শিক্ষিত জাতি গঠনে মেট্রোপোল স্কলারশিপ অনন্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় সকলকে সজাগ থাকার আহŸান জানান। মেট্রোপোল স্কলারশিপ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. আব্দুল লতিফ সম্প্রতি আয়োজিতহ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেট্রোপোল স্কলারশিপ পরিষদের যুগ্ন-সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেট্রোপোল স্কলারশিপ পরিষদ সেক্রেটারি এ্যাড. মোছাহের উদ্দিন বখতেয়ার বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তণ জেলা গভর্নর লায়ন এস.এম. সামশুদ্দীন, লায়ন কেবিনেট সেক্রেটারি লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, লেখক কলামিস্ট শাখাওয়াত হোসেন মজনু, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ লিয়াকত আলী, কেবিনেট সেক্রেটারী ডেজিগনেট লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন আসেদা জালাল, লায়ন সিতারা গাফ্ফার প্রমুখ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব কর্ণফুলী ও মেট্রোপোল স্কলারশিপ পরিষদের যৌথ উদ্যোগে লায়ন কামরুন মালেককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত অতিথি গুণী লায়ন কামরুন মালেকের জীবনী পাঠ করেন লায়ন্স ক্লাব অব কর্ণফুলীর নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মুহাম্মদ মুছা। বক্তারা বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যৎ সুন্দর দেশ গঠনে নেতৃত্ব দেবে। তারুণ্যের মেধা ও অধ্যাবসায়ের সমন্বয়ে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহন সম্ভব। বিজ্ঞপ্তি