মেট্রোপোল স্কলারশিপ পেলেন ১২৬ শিক্ষার্থী

45

মেট্রোপোল স্কলারশিপ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ২৪তম পর্বের পরীক্ষা বৃহত্তর চট্টগ্রামের ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ও স্কুল পর্যায়ের ১২৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেট্রোপোল স্কলারশিপ পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কেএম মহিউদ্দিন, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, পরিষদের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ এরশাদ খতিবী, সদস্য এস এম জাকির উল্লাহ সহ সংশ্লিষ্ট শিক্ষকমÐলী।
ইবতেদায়ী ৫ম শ্রেণি- ০১০, ০১৫, ০১৭, ০২০, ০১৩, ০০১, ০১৪, ০৯, ০২১, ০২৫, ০১১, ০১২, ০০৩, ০২৮, ০২৩ = ১৫ জন, দাখিল ৬ষ্ঠ শ্রেণি- ০২৯, ০৩১, ০১২, ০১৩, ০০১, ০১৯, ০১৮, ০১১, ০১০, ০১৬, ০০৪, ০২০, ০২২, ০২১, ০০৫ = ১৫ জন; দাখিল ৭ম শ্রেণি – ০০৯, ০১০, ০২০, ০১৭, ০১৬, ০০৭, ০১৪, ০১৫, ০০১, ০১৩, ০২৬ = ১১ জন; দাখিল ৯ম শ্রেণি – ০১৯, ০০৮, ০১০, ০২৬, ০২০, ০২৫, ০২৯,০২৪, ০২৮, ০১১ =১০ জন; আলিম (২য় বর্ষ)- ০০৬, ০০৫, ০১৪, ০০৩, ০১৫, ০০৭, ০০৮, ০০২, ০০১ = ৯ জন সহ মাদরাসা পর্যায়ে মোট ৬০ জন এবং প্রাইমারি ৪র্থ শ্রেণি- ৪০০১৯, ৪০০৩১, ৪০০১৬, ৪০০২৪, ৪০০১৭, ৪০০২৫, ৪০০০৩, ৪০০১২, ৪০০২০, ৪০০০৪, ৪০০২২ = ১১ জন; ৫ম শ্রেণি- ৫০০১৯, ৫০০২১, ৫০০১০, ৫০০৪১, ৫০০৩৬, ৫০০৩২, ৫০০৩৭, ৫০০৩৯, ৫০০২০, ৫০০১৭, ৫০০০৬, ৫০০৩৩, ৫০০২২, ৫০০১৪, ৫০০২৩, ৫০০০৭ = ১৬ জন; হাইস্কুল ৬ষ্ঠ শ্রেণি- ৬০০৩৩, ৬০০১৫, ৬০০২৯, ৬০০১১, ৬০০৩০, ৬০০২১, ৬০০২৫, ৬০০২৬, ৬০০২২, ৬০০২৭, ৬০০৪০, ৬০০৩৭ = ১২ জন; ৭ম শ্রেণি- ৭০০৩৫, ৭০০২৯, ৭০০৪১, ৭০০১৭, ৭০০০৬, ৭০০১২, ৭০০৩৩, ৭০০১৫, ৭০০৩১, ৭০০৩২, ৭০০২৮, ৭০০২২=১২ জন, ৯ম শ্রেণি- ৯০০৪৭, ৯০০২৪, ৯০০২৮, ৯০০২৭, ৯০০৪১, ৯০০৩০, ৯০০১৯, ৯০০৪৫, ৯০০৩৬, ৯০০৩৩, ৯০০৪৪, ৯০০২১, ৯০০৪২, ৯০০২৬, ৯০০৫১ = ১৫ জন সহ স্কুল পর্যায়ে মোট=৬৬ জন। পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের মেধাবৃত্তি ও পুরস্কার হস্তান্তর করা হবে বলে জানান মেট্রোপোল স্কলারশিপ পরিষদের চেয়ারম্যান এস এম আবদুল লতিফ। বিজ্ঞপ্তি