মেট্রোপলিটন হাসপাতালে করোনা ল্যাব চালু

19

 

বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ল্যাব চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার। নগরীর জামালখান এস এস খালেদ রোডে এ ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল ল্যাবটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক। এসময় তিনি বলেন, অন্যান্য রোগীদের কথা চিন্তা করে আমরা সম্পূর্ণ আলাদা একটি স্থানে করোনা ল্যাব চালু করেছি। চেষ্টা থাকবে নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে যাতে রিপোর্ট দিতে পারি। তাছাড়া হোম নমুনা কালেকশনের সুযোগ রাখা হয়েছে। ল্যাবারেটরি পরিচালক ও সহকারী অধ্যাপক এম এ হাশেম বলেন, আমাদের ল্যাবে উন্নতমানের আরটিপিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষায় ব্যবহার করা হবে চেক প্রজাতন্ত্র থেকে আমদানিকৃত রিএজেন্ট। দৈনিক ৫০০ নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে ল্যাবে। ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফাইন্যান্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখান্দর, মেডিকেল ডিরেক্টর ডা. কাউছার আলম, ডা. নুরুন্নবী, জিএম (প্রশাসন) মো. সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি