মেট্রোপলিটন চেম্বারে বেলজিয়াম রাষ্ট্রদূতের মতবিনিময়

15

গত ৩০ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (সিএমসিসিআই) মিলনায়তনে পরিচালক ডবিøউ আর আই মাহমুদ রাসেলের উদ্যোগে বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডারহ্যাসেল্টের নেতৃত্বে একটি অর্থনৈতিক মিশন প্রতিনিধি দল সিএমসিসিআই’র পরিচালনা পর্ষদ, সদস্য ও ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সিএমসিসিআই সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরীর সভাপতিত্বে কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সিএমসিসিআই সহ-সভাপতি সহ অন্যান্য পরিচালকবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন। সিএমসিসিআই পরিচালক এম. আব্দুল আওয়াল, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এম. সোলায়মান এফসিএমএ এবং ডবিøউ আর আই মাহমুদ রাসেল সহ সিএমসিসিআই সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সহ-সভাপতির সূচনা বক্তব্য পাঠ শেষে উপস্থিত সদস্যদের মধ্যে সভায় ক্তব্য রাখেন বিএসআরএম গ্রæপের স্ট্র্যাটেজি ও প্রজেক্টস্ ডিজিএম জনাব মো. মনির হোসেন, মারুফ পাটোয়ার, মো. এস্কান্দার, মো. শহীদুল আলম, মো. তাজউদ্দিন, মো. জামাল উদ্দিন এবং মো. নূর নবী রিপন। বক্তারা বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সিএমসিসিআই’র আমন্ত্রিত অতিথিবৃন্দ ষ্টীল সেক্টর, জনশক্তি রপ্তানি, বøু ইকোনোমি, মৎস্য, মসলা, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বেলজিয়াম রাষ্ট্রদূতকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহবান জানান। রাষ্ট্রদূত এবং অর্থনৈতিক মিশন প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে হাই কোয়ালিটি বিদ্যুৎ উৎপাদনকারী সোলার সিস্টেম, নদী বা পুকুর পানি থেকে পরিশোধনের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বন্দর ড্রেজিং এর জন্য ভারী যন্ত্রপাতি, আইসিডি/ লজিষ্টিক কন্টেইনার হ্যন্ডেলিং এর যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্ট, কৃষি যন্ত্রপাতি সহ অন্যান্য ভারী সেক্টরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ব্যবসায়িক যে কোন প্রযোজনে মেট্রোপলিটন চেম্বারের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানান।