মেঘনা এক্সপ্রেস ট্রেনে ত্রুটি, স্টেশন ছাড়লো এক ঘণ্টা দেরিতে

7

পূর্বদেশ অনলাইন
দুই বগির যান্ত্রিক ত্রুটি ও পাওয়ার কার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার পরিবর্তে ট্রেনটি ছেড়েছে সন্ধ্যা ৬টায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ বৃহস্পতিবার রাতে বলেন, ‘মেঘনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে সমস্যা ছিল। সমস্যা নিরসন হলে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে। তবে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর চাঁদপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।’

রেলওয়ের চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘প্রথমে দুই বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাহাড়তলী মার্শালিং ইয়ার্ডে মেরামত শেষে ট্রেনটি স্টেশনের নির্ধারিত প্লাটফর্মে নিয়েও আসা হয়। কিন্তু ট্রেনটি স্টেশন ছাড়ার আগ মুহূর্তে পাওয়ার কারে সমস্যা দেখা দেয়। পরে পাওয়ার কারের ত্রুটিও মেরামত করা হয়। দুই সমস্যার কারণে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ত্যাগ করতে দেরি হয়ে যায়।’

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বিকাল সোয়া ৫টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। রাত ৯টা ২০ মিনিটে চাঁদপুর স্টেশনে পৌঁছানোর শিডিউল টাইম। কিন্তু বৃহস্পতিবার চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়তে দেরি হওয়ায় চাঁদপুর পৌঁছতেও দেরি হবে। ট্রেনটিতে মোট ১৩ বগি যুক্ত আছে। পাওয়ার কারের একটি বগি (নম্বর ৯৭৩৩) ছাড়া ১২ বগিতেই যাত্রী পরিবহন করা হয়। প্রতিটি বগিতে ৬০ জন করে যাত্রীর আসন আছে।