মেখলে ৫ম চন্দ্রবার্ষিক ওরশ শরিফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

অলিয়ে কামেল শাহসূফি সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ) এর ৭৩তম বার্ষিক ওরশ শরিফ এবং শামসুল উলামা পীরে কামেল অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনাওয়ার (রহ) এর ৫ম চন্দ্রবার্ষিক ওরশ শরিফ ও ইফতার মাহফিল ১৭ মার্চ রবিবার হাটহাজারী উত্তর মেখলস্থ বায়তুল লেক্কা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এস.এম মোজাহিদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। মুখ্য আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রজভি। স্বাগত বক্তব্য দেন মাওলানা সৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন।
বক্তারা বলেন, সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ) ও অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনাওয়ার (রহ) এতদঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে এবং সুন্নিয়ত ও তরিকতের খেদমতে আজীবন উৎসর্গীত ছিলেন। তারা ছিলেন বিনয়, ত্যাগ, নির্লোভ, নিরহংকার ও সদাচারের বাস্তব দৃষ্টান্ত। মুহিব্বানে আল মুনাওয়ার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ, মাওলানা আবু মুছা সিদ্দিকী, মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আলী হায়দার, মাওলানা আবু তৈয়ব আলকাদেরী, মাওলানা মুহাম্মাদ আবুল হোসাইন, মাওলানা শায়ের মুহাম্মদ এহসান কাদেরী, মাওলানা দিদারুল আলম কাদেরী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, মাওলানা হাফেজ মুহাম্মদ আবু বকর প্রমুখ। বক্তারা আগামী ১১ মে পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ নূরুল মুনাওয়ার (রহ) এর বার্ষিক ওরশ শরীফে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান। পরে মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি