মেক্সিকোতে আশ্রয় পেলেন বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

10

মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইভো মোরালেস। সেনাবাহিনীর চাপের মুখে রবিবার পদত্যাগের ঘোষণা দেন মোরালেস। একদিনের মাথায় সোমবার তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানান মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরাড। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।সোমবার নিজ দেশে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বলিভিয়ায় ইভো মোরালেসের জীবন বিপন্ন ছিল। মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। এর মধ্য দিয়ে এ ধরনের ক্ষেত্রে আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে সরকার। সোমবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে মোরালেস বলেন, রাজনৈতিক কারণে মেক্সিকোর উদ্দেশে বলিভিয়া ছাড়ছি। তবে শিগগিরই আরও শক্তিশালী অবস্থান নিয়ে দেশে ফিরবো। ২০০৬ সাল থেকে বলিভিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইভো মোরালেস (৬০)। বিরোধী নেতা কার্লোস মেসা-র ডাকে বিক্ষোভের মুখে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফের নির্বাচন দেওয়ার প্রতিশ্রæতি দেন দেশটির প্রথম এই আদিবাসী প্রেসিডেন্ট। তবে এর কয়েক ঘণ্টার মাথায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই রাজনীতিক।