মৃত ব্যক্তির বিদায় প্রস্তুতি

11

 

প্রথমত মৃত ব্যক্তিকে একটি কাঠের খাটি বা অন্য কোন উঁচু বস্তুর উপর রাখবে। এরপর তার চতুর্দিকে কাপড় বা অন্য কিছু দ্বারা ঘিরে ফেলবে, যাতে করে ভিতরে কি হচ্ছে তা অন্য কেউ বুঝতে না পারে। যদি গোসলখানায় গোসল দেয়া হয় তবে অতিরিক্ত পর্দা দেয়ার প্রয়োজন নেই আর ঐ পর্দার অন্তরালে গোসলদাতা ও সাহায্যকারী এ দু’জন ব্যতীত আর কেউ থাকবে না খাটের চারিদিকে আগর বাতি জ্বালিয়ে দেয়া ভাল। এরপর মৃত ব্যক্তির সকল কাপড়-চোপড় তার শরীর থেকে খুলে ফেলবে। নাভী হতে হাঁটুর নিচ পর্যন্ত অন্য একটি কাপড় দিয়ে ঢেকে দিবে। অতঃপর হাতে কাপড় পেঁচিয়ে ঢিলা ও পানি দিয়ে মৃত্যের ইস্তেুজা করিয়ে দিবে। ছতরের দিকে তাকানো যাবেনা। বস্ত্রহীন হাতে লজ্জাস্থান স্পর্শও করা যাবেনা। এরপর মৃত ব্যক্তিকে অজু করিয়ে দিবে তবে নাকে ও মুখে যেন পানি প্রবেশ না করে, ভিজা কাপড় দ্বারা মুখের ভিতর ও নাক মুছে পরিষ্কার করে দিবে ওজু করােেনার সময় প্রথমে মুখমন্ডল এরপর ডান হাত ও পরে বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। অতঃপর মাথা মাছেহ্ করাতে হবে। এরপর আগে ডান পা ও পরে বাম পা ধোয়াতে হবে। এরপর বড়ই পাতাতা দিয়ে গরম করা পানি নিয়ে গোসল করাতে হবে। গোসলের পূর্বে নাকে ও কানে কিছু তুলা দিয়ে আটকে দিবে যেন পানি না ঢুকে। এরপর মাথার চুল ও দাঁড়ি সাবান দ্বারা ভালভাবে ধৌত করাতে হবে। এরপর মৃত ব্যক্তিকে বাম কাতে শুইয়ে দিয়ে ডান পার্শ্বে তিনবার বা পাঁচবার পানি ঢেলে ভালভাবে ধৌত করবে। এরপর ডান কাত করে পূর্বের ন্যায় বাম পার্শ্বে পানি ঢেলে দিবে। এরপর মৃত ব্যক্তিকে কোন কিছুর সাথে সামান্য হেলান দিয়ে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিবে, যেন কিছু থাকলে বেরিয়ে যায়। যদি কিছু বের হয় তবে তা ধুয়ে ফেলবে। এতে নতুন করে ওজু করানোর প্রয়োজন নেই। এভাবে গোসলের কাজ সমাপ্ত হবে।
এরপর শুকনা কাপড়ের মাধ্যমে সমস্ত শরীর ভালভাবে মুছে ফেলবে। এরপর মৃত ব্যক্তির মাথা, কপাল,দাঁড়ি, নাক,উভয় হাতের তালু, উভয় হাঁটু ও পায়ের তালুতে আতর বা কর্পুর লাগিয়ে দিবে।