মূল্য তালিকা না থাকায় জরিমানা

9

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে পবিত্র রমজানে বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে গত বৃহস্পতিবার নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী কমপ্লেক্সের কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মুদি, মাংস, মুরগী, মাছ ও ফ্রুটস এর দোকানে প্রদর্শিত মূল্য তালিকা যাছাইকালে দৃশ্যমান স্থানে তালিকা না থাকায় ১২জন ব্যবসায়ীকে ৩ হাজার ৭শত টাকা জারিমান পূর্বক মামলা রুজু করা হয়। এবং অভিযানে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা ও নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তি