মুহিবুল্লাহ হত্যায় গ্রেপ্তার তিনজনের দুইদিনের রিমান্ড

7

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের মামলায় গ্রেপ্তার তিন আসামির প্রত্যেককে দুইদিন করে রিমান্ড আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। এর আগে সোমবার বিকালে সন্দিগ্ধ এ তিন আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন। সেই আবেদনটি মঙ্গলবার শুনানীর জন্য রেখেছিলো আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী খালেদ নেওয়াজ।
গত শনিবার ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪) সদস্যরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে। যার মধ্যে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে পরেরদিন ২৪ অক্টোবর বিকালে জবানবন্দি দিয়েছেন।