মুহাম্মদ জাহিদ হোসাইন এর ‘মোরাল অফ দ্যা স্টোরি’

44

 

গামী বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে চট্টগ্রামের তরুণ লেখক মুহাম্মদ জাহিদ হোসাইনের ১ম একক বই ‘মোরাল অফ দ্যা স্টোরি’। বইটি প্রকাশ হয়েছে অনুজ প্রকাশনী থেকে। রকমারি সহ বিভিন্ন অনলাইন বুকশপে ইতিমধ্যেই বইটি পাওয়া যাচ্ছে। মোটিভেশনাল জনরার এই বই ‘মোরাল অফ দ্যা স্টোরি’। বইটিতে মূলত বিভিন্ন ইন্টারেস্টিং টপিকের মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয়ের দিক এবং তার প্রতিকার তুলে ধরা হয়েছে। বইয়ে প্রায় ২৫টি ইন্টারেস্টিং টপিক রয়েছে যা অনেক ক্ষেত্রেই কোন না কোন ভাবে আমাদের সবার জীবনের সাথে মিলে যেতে পারে। বইটি সম্পর্কে জানতে চাইলে মুহাম্মদ জাহিদ হোসাইন বলেন, “ধরে নিতে পারেন এই বইটি হল সমাজের ডার্ক সাইডের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। যেখানে প্রতিবাদ করা হয়েছে একটি শিশুর পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে একজন ভেঙ্গে পড়া শিক্ষার্থীর পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে ভেঙেপড়া তরুণদের পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে সংখ্যালঘুদের পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে একজন নারীর পক্ষে এবং যেখানে প্রতিবাদ করা হয়েছে উদ্যেক্তাদের পক্ষে।” পাঠকদের থেকে জানা যায় বইটির প্রতিটি টপিক পাঠকদের মন ছুয়ে নিবে। প্রকাশনী সূত্রে জানা যায় বইমেলায় ‘মোরাল অফ দ্যা স্টোরি’ বইটি পরিবেশক এশিয়া পাবলিকেশন্সের স্টলে পাওয়া যাবে। মুহাম্মদ জাহিদ হোসাইন বর্তমানে ‘স্প্রেড নলেজ’ এবং ‘গ্রাফিজাইন’ নামক দুটি অনলাইন প্রতিষ্ঠানের ফাউন্ডার এন্ড সিইও হিসেবে কাজ করছেন। তিনি তার প্রতিষ্ঠান স্প্রেড নলেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিনামূল্যে বিভিন্ন মোটিভেশনাল ও স্কিল ডেভেলপমেন্ট কন্টেন্ট, আর্টিকেল, রেগুলার কুইজ, মাসিক ক্যাম্পেইন এবং অনলাইন কোর্স ইত্যাদি সরবরাহ করে থাকেন।