মুহাম্মদ ইউসুফের স্মরণসভা আজ

25

ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা ১২নং চিকনদন্ডী ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে আজ বিকেল ৫টায় মোহাম্মদ ইউসুফের স্মরণ সভা ও দোয়া মাহফিল বড়দীঘিরপাড়স্থ সুলতান শাহ(র.) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

রাঙ্গুনিয়ার সাড়ে ৫৩ হাজার শিশু ভিটামিন এ ক্যাপসুল খেল

 রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার ৫৩ হাজার ৮৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমে ১টি স্থায়ী ও ৩৬০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। এদিন ৬-১১ মাস বয়সের ৫ হাজার ৮২৪ জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের ৪৮ হাজার ৭৫ জন শিশুকে একটি করে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মোহাম্মদ তৈয়্যব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিসর্গ মেহেরাজ চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, স্বাস্থ্য পরিদর্শক জয়ন্ত কুমার চৌধুরী প্রমুখ।