মুজিববর্ষ বিভাগীয় ভলিবলে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন

39

বিপূল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জমজমাট এক টুর্ণামেন্ট উপহার দিয়ে সম্পন্ন হলো মুজিবশতবর্ষ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা। জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নগরীর সিআরবিস্থ শিরিষ তলা প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।
ফাইনাল খেলায় কক্সবাজার জেলা দলকে ৩-০ সেটে সরাসরি হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা দল। প্রতিযোগিতার ৩য় দল বান্দরবান জেলা দল। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় যুব ভলিবল দলের খেলোয়াড় চট্টগ্রাম জেলার তায়েফুল আলম ফরাজী।
অনুষ্ঠানে ভলিবল খেলার প্রশিক্ষণ, প্রসার ও উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব ও চট্টগ্রাম জেলা ভলিবল দলের প্রশিক্ষক শামীম আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ট্রফি, মেডেল ও স্মারক ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ওসিম কুমার সাহা। বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সুমন দে, সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান, ওসমান গনি, আবু সামা বিপ্লব প্রমুখ। বিজ্ঞপ্তি