মুজিববর্ষ প্রথম বিভাগ হকি লিগ সুপার ফোরের শেষ টিকিট মুক্তবিহঙ্গের

9

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগের শেষ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে মুক্তবিহঙ্গ। গতকাল অনুষ্ঠিত ডি গ্রুপের দ্বিতীয় খেলায় তারা ১২-০ গোলে শতদল জুনিয়রকে পরাজিত করে। দলের হয়ে মাদারবাড়ী উদয়ন সংঘ রাজিব ৪টি, বিশাল ৫টি, শয়ন ২টি ও দোদুল ১টি গোল করেন। এর আগে ১ম খেলায় মাদারবাড়ী উদয়ন সংঘ ১১-০ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দলের পক্ষে গোল করেন আসিব ৫টি, আরাফাত ৪টি এবং শরফুদ্দিন ও বাশার ১টি করে। গ্রুপ পর্বের খেলা শেষে মুক্তবিহঙ্গ ও মাদারবাড়ী উদয়ন সংঘের পয়েন্ট (তিন খেলায় দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট করে) সমান হওয়ায় গোল গড়ে শেষ দল হিসেবে সুপার ফোর পর্ব নিশ্চিত হয় মুক্তবিহঙ্গের। গতকালকের প্রথম খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মাদারবাড়ী উদয়ন সংঘের আসিব। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক। ২য় খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মুক্ত বিহঙ্গ ক্লাবের রাজিব তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক হকি খেলোয়াড় জিয়া উদ্দিন আহাম্মদ। আজ থেকে সুপার ফোর পর্বের খেলা শুরু। প্রথম খেলায় লড়বে মুক্ত বিহঙ্গ বনাম ব্রাদার্স ইউনিয়ন (বেলা ১২:৩০) এবং দ্বিতীয় খেলায় মুখোমুখি বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লি. (২টা)।