মুজিববর্ষ প্রথম বিভাগ হকি লিগ বক্সিরহাট ইয়ং ম্যানসের দ্বিতীয় জয়

28

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগে ‘সি’ গ্রুপের খেলায় টানা দ্বিতীয় পেয়েছে বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাব। গতকাল তারা ১৩-০ গোলে কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করেছে। দলের হয়ে শাকিল ৪টি, এরশাদ ও মিনহাজুর রহমান ৩টি করে, সাদী ২টি ও এমদাদুল হক ১টি গোল করে। এর আগে বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাব তাদের প্রথম খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি সাদা দলকে ৪-০ হারিয়েছিল। অন্যদিকে কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লান টানা দুই হারে লিগ থেকে ছিটকে গেছে। আগের ম্যাচেও তারা একই ব্যবধানে মুক্তিযোদ্ধা লাল দলের কাছে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাবের শাকিল। খেলা শেষে তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন নিজু।
দিনের অপর খেলায় শতদল জুনিয়র ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্টের মুখ দেখেছে। ‘ডি’ গ্রুপের এই খেলায় শতদলের পক্ষে কামরুল এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষে মিজবাহুর রহমান গোল দুটি করেন। এর আগে নিজেদের প্রথম খেলায় প্রথম খেলায় শতদল ৪-০ গোলে মাদারবাড়ী উদয়নের কাছে এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাব একই ব্যবধানে মুক্তবিহঙ্গের কাছে হেরে যায়। গতকাল দ্বিতীয় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শতদল জুনিয়র দলের ধ্রুব। খেলা শেষে তাকে ক্রেস্ট প্রদান করেন শতদল ক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমেন বাবু। আজকের খেলা- মুক্ত বিহঙ্গ বনাম মাদারবাড়ী উদয়ন সংঘ (সকাল ৯:৩০টা), কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব বনাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি সাদা (সকাল ১০টা) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) বনাম বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাব (বেলা আড়াইটা)।