মুক্তিযোদ্ধা রশীদ আহমদ ও সেকান্দর আলম স্মরণ

36

মুক্তিযোদ্ধা এ কে রশীদ আহমদ সিদ্দিকী ও মো. সেকান্দর আলম চৌধুরীর স্মরণসভা গত সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল, কোরআন তেলোওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে স্মরণসভা শুরু হয়। সভায় বক্তারা এই দুই মুক্তিযোদ্ধার বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড ও ৭১’র রণাঙ্গনে বিভিন্ন ভূমিকা, স্মৃতির কথা উল্লেখ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এ.কে.এম সরওয়ার কামাল দুলু, জেলা কমান্ডের অর্থ সম্পাদক আবদুর রাজ্জাক, কমান্ডের ক্রীড়া সম্পাদক বদিউজ্জামান, প্রচার কমান্ডার নাছির উদ্দিন, মীরসরাই উপজেলা কমান্ডার কবির আহমেদ, হাটহাজারী উপজেলা কমান্ডার নুরুল আলম, চন্দনাইশ উপজেলা কমান্ডার জাফর আলী হিরু, লোহাগাড়া উপজেলা কমান্ডার আখতার আহমেদ সিকদার, রাঙ্গুনীয়া উপজেলা কমান্ডার খায়রুল বশর, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবছার, দক্ষিণ জেলা কৃষক লীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান পাভেল, আবুল কাশেম চিশতী। স্মরণসভায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি