মুক্তিযোদ্ধা পরিচয়টা ভীষণ গর্বের

8

মিরসরাই প্রতিনিধি

আমরা মুক্তিযোদ্ধার সন্তানের প্রেসিডিয়াম সদস্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তনয় মাহবুব-উর রহমান রুহেল বলেছেন, মুক্তিযোদ্ধা পরিচয়টা ভীষণ গর্বের, সম্মানের। মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ দেশ স্বাধীন হয়েছে।
গতকাল সোমবার মিরসরাইয়ের জোরারগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চতুর্থ দিনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) মিরসারাই উপজেলার শাখার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব-উর রহমান রুহেল আরো বলেন, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী এই মিরসরাইয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চল’ স্থাপনের মধ্য দিয়ে বিশ্বের কাছে এক অনন্য উচ্চতায় পরিচিত করেছেন।
মিরসরাইবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরসরাইয়ের উন্নয়নে মহামায়া, খৈয়াছড়া ঝর্ণাসহ পর্যটন ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছেন। যার স্বীকৃতি স্বরূপ আপনারা আমার বাবাকে সাত সাতবার সাংসদ নির্বাচিত করেছেন। আমিও আমার বাবার মত আপনাদের পাশে থেকে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
আমুস মিরসরাই শাখার সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মিয়া মিঠুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও আইনজীবী ব্যারিস্টার জাকির আহাম্মদ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের কর্মশালা বিষয়ক সমন্বয়ক জিলহাস উদ্দীন নিপুন, আমুস উপদেষ্টা তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমূল, মেজবাহ উদ্দিন, নুরুল আহসান আবছার প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের আয়োজনে ৫ জন মুক্তিযোদ্ধাসহ ৯ জনকে ‘বিজয় একাত্তর সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মরহুম তোবারক হোসেন (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এস.এম কামাল উদ্দিন বাবুল, আইনশৃঙ্খলায় ওসি মো. কবির হোসেন, সমাজসেবায় আবুল হোসেন বাবুল, সফল সংগঠক রেজাউল করিম মাস্টার প্রমুখ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে মিরসরাই এর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধাসহ ৪শ’ জনের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়।