মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সওদাগরের স্মরণসভা

53

মুক্তিযুদ্ধের অন্যতমস সংগঠক ও ৭৫ পরবর্ত্তী দলের দুঃসমেয়র শ্রম ও মেধা দিয়ে যে কজন দলকে সংগঠিত করতে প্রাণন্তর চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম মরহুম আব্দুল মান্নান সওদাগর আমরা শিশুকাল থেকে দেখে আসছি। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে অত্র অঞ্চলে অগ্রণী ভুমিকা রেখেছে। গত ২৯ শে জুন কর্ণেল হাট প্রাঙ্গণে আকবরশাহ মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সওদাগরের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৪ আসনের সাংসদ দিদারুল আলম এ মন্তব্য করেন। সভায় বক্তরা মরহুমের নামে একটি রাস্তার নামকরণের দাবি জানান। থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মুক্তিযুদ্ধের কমান্ডার মোজাফফর আহমেদ, কাজী আলতাফ হোসেন, চসিক প্যানেল মেয়র ও কাউন্সির ড. নিছারউদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযুদ্ধা নুর উদ্দিন চৌধুরী, আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মরহুমের পুত্র আবদ্দুল্লা আল হারুন, এস এম আলমগীর, মো. লোকামান আলী, জহির উদ্দিন মো. বাবর, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান, দিলিপ দাশ, মাষ্টার কামাল, জসিম উদ্দিন চৌধুরী, শাহবুদ্দিন জাহেদ, আব্দুর জ্বাব্বার, সাইদুর রহমান পুতুল, জামাল আহমেদ, ফয়েজ আহমেদ, শফিউল আলম চৌধুরী, নুর উন নবী চৌধুরী, মো. লোকমান, মনোয়ার আলম চৌধুরী, মিথুন সরকার, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি, শাহআল মোমিন এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি