মুক্তিযুদ্ধে শাহজাহান ইসলামাবাদীর অবদান ছিলো বহুমাত্রিক

98

মহান মুক্তিযুদ্ধে শাহজাহান ইসলামাবাদীর বহুমাত্রিক অবদান ও ত্যাগী যোদ্ধা হিসেবে প্রাগ্রসর ভূমিকা অবিস্মরণীয়। শাহজাহান ইসলামাবাদী শুধুমাত্র একজন সাধারণ যোদ্ধা নন বরং দক্ষিণ চট্টগ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন সম্মুখযুদ্ধে অংশগ্রহণসহ মুক্তিযুদ্ধের বিচক্ষণ সংগঠক হিসেবে কার্যকর ভূমিকা পালন করেন। চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে শাহজাহান ইসলামাবাদীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এমপি উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। চন্দনাইশ ছাত্র সমিতি’র সভাপতি বোরহান উদ্দীনের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ও লেখক ডা: মাহফুজুর রহমান। চন্দনাইশ ছাত্র সমিতি’র সহ সভাপতি বোরহান উদ্দীন গিফারী ও তানভীর আহমেদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন। গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খান, এএমএস ইসলামাবাদী গাজী, বাংলাদেশ ব্যাংক-চট্টগ্রাম’র ডিজিএম একরাম হোসেন, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, প্রাবন্ধিক ও সাংবাদিক আকাশ ইকবাল, চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হৃদয়, সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে সাইফুদ্দীন হিরু, একেএম নাঈম উদ্দীন সায়েম, জাহেদুল ইসলাম প্রমুখ।