মুক্তিযুদ্ধের স্মরণসভায় বক্তারা আদর্শিক চেতনার প্রশ্নে আপসহীন ছিলেন নুরুল আলম চৌধুরী

2

মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ২৮ জানুয়ারি আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার।
বক্তব্য দেন সহ-সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দীপন দাশ, মহানগর সভাপতি রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, ইমরান হোসেন মুন্না, সোহেল ইকবাল, এস এম রাফি, আবদুর রহিম, প্রদীপ দাশ, মুহাম্মদ আকবর আলী, সালাউদ্দিন সাদী, মাখন দাশ, মোহাম্মদ ইকবাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনার প্রশ্নে নুরুল আলম চৌধুরী আমৃত্যু আপসহীন ছিলেন। রাজনীতি ছিল তাঁর কাছে ব্রত। দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিজ্ঞপ্তি