মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভা

9

 

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে গতকাল বিকাল ৩টায় মেলা পরিষদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, কবি, সাহিত্যিক, লেখক সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনায় বিশ্বাসী সংগঠনের সাথে বিজয় মেলা পরিষদের সাহিত্য বিষয়ক উপ-পরিষদের আহ্ববায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে ও সাহিত্য উপ-পরিষদের সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপ-সচিব মো. বেলাল হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে প্রফেসর ড. সেকান্দর চৌধুরীকে আহŸায়ক এবং উপ-সচিব মো. বেলাল হোসেনকে সদস্য সচিব করে সাহিত্য বিষয়ক একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি রচনা প্রতিযোগিতার বিষয়ে প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করে সন্নেবেশিত করেন। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শ্রেণি-৬ষ্ঠ থেকে ৮ম, শব্দ সংখ্যা-২০০০, বাংলাদেশের মুক্তির সংগ্রাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা, শ্রেণি- ৯ম থেকে ১০ম, শব্দ সংখ্যা- ৩০০০, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রত্যাশা ও প্রাপ্তি, শ্রেণি-একাদশ থেকে দ্বাদশ, শব্দ সংখ্যা- ৪০০০। রচনা জমা দেওয়ার শেষ তারিখ-১১ ডিসেম্বর, জমা দেওয়ার স্থান- মুক্তিযুদ্ধের বিজয় মেলা কার্যালয়, ৪০২/৪০৩, এম এ আজিজ ষ্টেডিয়াম, চট্টগ্রাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, পান্টু লাল সাহা, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মাসুম আহমেদ, ড. মোহাম্মদ শেখ সাদী, ড. মোরশেদুল আলম, অধ্যাপক শামসুদ্দিন শিশির, প্রাবন্ধিক মো. নুর হোসেন, প্রভাষক মো. আলী, চট্টগ্রাম কলেজের প্রভাষক মুহিব উল্লাহ, সরকারি হাজী এ বি কলেজের প্রভাষক বিধান দত্ত, প্রভাষক মিনু মিত্র, বান্দরবান সরকারি মহিলা কলেজের প্রভাষক আলী আসগর চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি