মুক্তিযুদ্ধের দিকনির্দেশনায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান অবিস্মরণীয়

14

পূর্বদেশ ডেস্ক

১৪ ডিসেম্বর পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও এদেশীয় রাজাকার, আলবদর, আল শামসের সহযোগিতায় দেশের মেধাবী ও সূর্যসন্তানদের নির্বিচারে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে নস্যাত করার পরিকল্পনা করে। সেজন্য হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। প্রতি বছরের মত এ বছরও এ দিনটি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সেসব কর্মসূচির খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

রাঙামাটি : দিবসটি উপলক্ষ্যে রাঙামাটিতে সরকারি বেসরকারি উদ্যোগে জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, তথ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, মুক্তিযোদ্ধা মো. ইকবাল উদ্দিন, জেলা স্কাউট কমিশনার নুরুল আবছারসহ অন্যরা বক্তব্য দেন। এদিকে জেলার ১০ উপজেলা- রাঙামাটি সদর, বাঘাইছড়ি, কাউখালী, বরকল, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর ও রাজস্থলীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রাউজান : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভা গতকাল ১৪ ডিসেম্বও, বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, জানে আলম জনি, বিএম জসিম উদ্দিন হিরু, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, রেহেনা আফরোজ, বাবর উদ্দিন, জিল্লূর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী, ছাবের হোসেন, আবু ছালেক, এনামুল হক এনাম, নাছির উদ্দিন, মো. জুয়েল প্রমুখ।

চন্দনাইশ : চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। গতকাল ১৪ ডিসেম্বর সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, কৃষকলীগ নেতা নবাব আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের দিক নির্দেশনায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান অবিস্মরণীয়। তারা আমাদের সংস্কৃতি, স্বাধীনতা ও সংবিধানের আদর্শকে প্রমূর্ত করে তুলেছিলেন।

রামগড় : সারা দেশের ন্যায় রামগড়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন রামগড় থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার(ভাঃ) রাশেদ চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক আবদুল কাদেও প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রগতিশীল সমাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনেও দিবসটি উদযাপিত হয়েছে।

সাতকানিয়া : শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথভাবে পালনের লক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ শিবলি নোমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়া হোসেন, মৎস্য কর্মকর্তা শৈকত শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিফ ফাতেমা মৌসুমী, আনসার ও ভিডিপি কর্মকর্তা কোহিনুর আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. ফয়সাল, মুক্তিযোদ্ধাদের মধ্যে অজিত মজুমদার, নুরুল ইসলাম, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।